রাজবাড়ী ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা: বাংলার বৈচিত্র্য -আলিফা তাবাচ্ছুম শিখা।

বাংলার বৈচিত্র্য

আলিফা তাবাচ্ছুম শিখা।

আমার দেশের মাটি ভাইরে সোনার চেয়ে দামী,
মাটির গন্ধে মন আনন্দে
পেখম মেলে চলি।

সবুজ লতা সবুজ ফসল
মুক্ত বাতায়ন,
ফল ফুলের সুগন্ধি
প্রাণ আহা মাতায়ন।

শালিক পেঁচা ঘুঘু দোয়েল
হাজার পাখির ডাক,
ভোর বেলাতে উড়ে যায়
সন্ধ‍্যে ফেরে তাদের ঝাঁক।

হরেক রঙের ফুলের মেলা
শিউলী জবা জুঁই,
দেখলে আহা জুড়ায় প্রাণ
মন চাই একটুখানি ছুঁই।

বিলে ঝিলে নদীর কূলে
পুঁটি, টাকি,কৈ,
পাবদা দিয়ে বেগুন বড়ি
আহা কি রসনা সই।

আমার দেশের বৈচিত্র্যময়
হাজারো ঐতিহ্য,
হাজারো কাব‍্য লিখলেও
ফুরাবেনা তাহার বৈশিষ্ট্য।

Tag :

কবিতা: বাংলার বৈচিত্র্য -আলিফা তাবাচ্ছুম শিখা।

প্রকাশিত : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

বাংলার বৈচিত্র্য

আলিফা তাবাচ্ছুম শিখা।

আমার দেশের মাটি ভাইরে সোনার চেয়ে দামী,
মাটির গন্ধে মন আনন্দে
পেখম মেলে চলি।

সবুজ লতা সবুজ ফসল
মুক্ত বাতায়ন,
ফল ফুলের সুগন্ধি
প্রাণ আহা মাতায়ন।

শালিক পেঁচা ঘুঘু দোয়েল
হাজার পাখির ডাক,
ভোর বেলাতে উড়ে যায়
সন্ধ‍্যে ফেরে তাদের ঝাঁক।

হরেক রঙের ফুলের মেলা
শিউলী জবা জুঁই,
দেখলে আহা জুড়ায় প্রাণ
মন চাই একটুখানি ছুঁই।

বিলে ঝিলে নদীর কূলে
পুঁটি, টাকি,কৈ,
পাবদা দিয়ে বেগুন বড়ি
আহা কি রসনা সই।

আমার দেশের বৈচিত্র্যময়
হাজারো ঐতিহ্য,
হাজারো কাব‍্য লিখলেও
ফুরাবেনা তাহার বৈশিষ্ট্য।