
মোঃ ইমদাদুল হক রানাঃ
রাজবাড়ী জেলায় বালিয়াকান্দি থানার বাজার বনিক সমিতি ও মাংস ব্যাবসায়ীদের সহিত আইনশৃঙ্খলা ও মত বিনিময় সভা করলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার
বালিয়াকান্দি থানা চত্বরে ২৮ মার্চ বিকাল ৪ টায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংঘবদ্ধ গরু চুরি,মাদক ইফটিজিং সহ নানা রকম সামাজিক নৈতিক অবক্ষয় নির্মুল করতে এই সভার আয়োজন করা হয়।
শুরুতেই ব্যবসায়ীদের সমস্যা,সমাজের আইন-শৃঙ্খলা মাদক নির্মূল বিষয়ে উপস্থিত সকলের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার বলেছেন,জেলা পুলিশের নিকট জবেহকৃত পশুর তথ্য দিতে হবে। পশুর রং,গঠন ,শিং সবকিছুর বর্ণনা পুলিশকে অব্যাহত করতে হবে। সংঘবদ্ধ গরু চোরদের প্রতিরোধের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার রাজবাড়ীর বালিয়াকান্দি থানা চত্তরে গরু ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
তিনি বলেন,বালিয়াকান্দির বিভিন্ন অলিগলিতে কিশোর গ্যাং আড্ডা দেয়। মাদক ব্যবসায়ীরা মাদক কারবার চালিযে যাচ্ছে এদেরকে পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক ভাবে মাদক সেবি মাদক ব্যাবসায়ীদের বয়কট করতে হবে। পুলিশের পাশাপাশি সামাজিক আন্দোলন ব্যতীত মাদক নির্মূল করা সম্ভব নয়।সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি বিট পুলিশের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।তিনি বলেন মাদক ছাড়তে হবে নইলে এলাকা ছাড়তে হবে। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বাদশা আলমগীর চেয়ারম্যান নবাবপুর ইউনিয়ন পরিষদ। আলহাজ্ব গোলাম মোস্তফা বিশিষ্ট ব্যবসায়ী বহরপুর বাজার, আরকান্দি বাজার বণিক সমিতির সভাপতি, ত্রিমোহনী বাজার সভাপতি মোস্তাফিজুর রহমান, মোঃ হারেজ আলী, সভাপতি বেরুলী বাজার বণিক সমিতি, বহরপুরের বিশিষ্ট গোশ্ত ব্যবসায়ী মোহাম্মদ মুসা ও জহুরুল ইসলাম, আমিরুল ইসলাম সভাপতি আনন্দবাজার বণিক সমিত, মোহাম্মদ মাহবুবুর রহমান বাওনারা বাজার বণিক সমিত, মোঃ আব্দুল গনি সেক্রেটারি নাড়ুয়া বাজার বনিক সমিতি,মোঃ হাসান আলী সেক্রেটারি বহরপুর বাজার বনিক সমিতি, মোঃ আব্দুল মান্নান মিয়া সভাপতি সোনাপুর বাজার বণিক সমিতি,
সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সঞ্জিত কুমার দাস।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি থানায় কর্মরত পুলিশের সকল কর্মকর্তা ও এলাকার ব্যবসায় বৃন্দ সুধী সমাজ।