
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকা থেকে গাঁজাসহ আলাল বেপারী (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৪ মার্চ) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খাঁন।
গ্রেফতারকৃত আলাল বেপারী বসন্তপুর ইউনিয়ন উদয়পুর এলাকার মৃত উমবাত বেপারী’র ছেলে।
এর আগে শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআই মো. মোতালেব হোসেন এর নেতৃত্বে একটি টিম সদর উপজেলাধীন বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি আলাল বেপারীর নিজ বসত বাড়ীর উঠানের উপর হতে কাগজে মোড়ানো ১০২ পুড়িয়া গাঁজা (ওজন ২শ গ্রাম) ও নগদ ২৫ হাজার ২শ টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুজ্জামান খান জানান, এব্যপারে গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।