
ফরিদপুর প্রতিনিধি:জহুরুল ইসলাম
ফরিদপুরে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ এসআই (নিঃ) আলেয়া আক্তারের ব্রেন টিউমার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
এর আগে তিনি অসুস্থ্য হয়ে প্রথমে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে জানতে পারেন তার ব্রেন টিউমার হয়েছে। পরে তাকে দ্রুত ঢাকা ল্যাব এইড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আজ বুধবার (২০ মার্চ) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
জেলা পুলিশের এই চৌকস অফিসারের মৃত্যুতে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম (পিপিএম) শোক প্রকাশ করেছেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন যোগ্য ও দক্ষ অফিসারকে হারালো।
আলেয়া আক্তার ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে ডিএমপি, সিআইডি, রাজবাড়ী জেলাতে সুনামের সাথে কাজ করেছেন।
মরহুমার আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া চান পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।আলেয়া আক্তারের দেশের বাড়ী মানিকগঞ্জ জেলায়।