
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পালিত হয়েছে। বন্ধুসভার আয়োজনে গোয়ালন্দ বাজার বেবী ফার্মেসীর তৃতীয় তলায় বন্ধুসভার সহ সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক পলাশের বেহালার সুরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বন্ধুসভার বইমেলা সম্পাদক আদ্রিতা রায়হান সিমি ও সদস্য অনন্যা হোসাইনের সঞ্চালনায় প্রথম পর্বে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান। আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, রাজবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, রাজবাড়ীর পিটিআইয়ের ইনস্ট্রাক্টর মফিজুল ইসলাম তানসেন, বন্ধুসভার সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক। সমাপনী বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন মাহমুদ রেজা, শাহাজ উদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা, বাদল বিশ্বাস প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রথম আলো সৃষ্টির পর থেকে সৃজনশীল সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। নিজস্ব আঙ্গিকে সব সময় ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করে যাচ্ছে। প্রথম আলো ভালোর সাথে থেকে আলোর পথ দেখাচ্ছে। তারই ধারা বাহিকতায় সত্যে তথ্যের ওপর নির্ভর করে প্রথম আলো এগিয়ে চলছে। আমরাও প্রথম আলোর এ ধারার সঙ্গে আছি। তাদের সাথে থেকে পরিবর্তনের সাথী হতে চাই। সারা দেশেই তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও হিসাব করে আগায়। যে কারণে আজ দেশ সেরা কাগজ হিসেবে প্রতিষ্ঠিত। আর ব্যাপক এই পরিবর্তনের মূল নেতা মতিউর রহমানের পক্ষেই কেবল সম্ভব।

এছাড়া বন্ধুসভার উপদেস্টা গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ সিদ্দিক মিয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান পারভেজকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বন্ধুসভার সদস্য নিঝুম আক্তার, রিদয় সূত্র ধর, সজিব শাহরিয়ার এবং ইমদাদুল হক পলাশ সঙ্গীত পরিবেশন করেন।
রাজবাড়ী মেইল থেকে সংগ্রহ করা