
বিশেষ সংবাদদাতা
আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ “বিশ্বভরা প্রাণ,এর সপ্তম সম্মেলন২০২৪ অনুষ্ঠিত হলো।মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ শিল্পী সাহিত্যিক সম্মেলন ২০২৪ আয়োজন করা হয়। অনুষ্ঠিতটি ঢাকায় পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিকাল ৪ টায় এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও বিশ্ব ভরা প্রাণের প্রধান উপদেষ্টা বিশিষ্ট কবি ইমরোজ সোহেল। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট লেখক ও সম্পাদক,কবিতা ক্যাফে ও জলধি প্রকাশনার কর্ণধার একজন অন্ত:প্রাণ সাংস্কৃতিককর্মী নাহিদা আশরাফী।এ ছাড়া বিশিষ্ট আবৃত্তিশিল্পী,লেখক ও প্রকাশক সাফিয়া খন্দকার রেখা আবৃত্তি প্রশিক্ষক সংগঠক ও শিক্ষক সামিনা জাহান, শাহনাজ শাহেন সহ অনেক খ্যাতিমান নারী কবি শিল্পী আবৃত্তিশিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । দলগতভাবে শিশু আবৃত্তি দল ছিল,’ কণ্ঠবাউরি’ ও শ্যামলছায়া,বৈতরণী এবং সংবৃতা অনুষ্ঠানে আবৃতি পরিবেশন করে। সুবিধা বঞ্চিত শিশুদের “শ্যামল ছায়ার দলীয় আবৃতি ও আবৃত্তির বিষয়বস্তু শিশুদের প্রতি সহিংসতা বিশেষ করে শিশু শেখ রাসেল ও গাজা শিশুদের উপর বর্বরতার পরিবেশনা উপস্থিত দর্শকদের শ্রোতাদের হৃদয়ে দাগ কাটে এবং মুগ্ধ হয়, অনেকে আবেগ আপ্লুত হয় । নারী দিবস উপলক্ষে প্রত্যেক নারী অতিথি পরিবেশনাকারীকে বিশ্বভরা প্রাণের পক্ষ থেকে বই দিয়ে সম্মাননা জানান হয়। বাংলাদেশের বিভিন্ন জেলার শিল্পী সাহিত্যিক নেতৃবৃন্দ সহ পশ্চিমবঙ্গ ভারত থেকে শিল্পী সাহিত্যিক কবি নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।এবারের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ভারত থেকে আমন্ত্রিত অতিথি ছিলেন, মহুয়া চৌধুরী, সমীর কুমার চরিত, সবিতা লস্কর,অনন্যা চক্রবর্তী, ও অধ্যাপক উজ্জল চক্রবর্তী প্রমুখ।স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারি সকল শহীদ দের প্রতি শ্রদ্ধা ও বিশ্ব নারী দিবসে সকল নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনার বক্তাগণ বক্তব্য রাখেন। বিশ্বভরা প্রাণের সাত বছরের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিশ্বভারা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আতাউর রহমান, জাতীয় কমিটির সহ-সভাপতি কবি ও বাচিকশিল্পী মোঃ শামসুল বারী উৎপল,ফরিদপুর জেলার সভাপতি মোঃ শফিক ইসলাম, খাগড়াছড়ির সভাপতি সুমনা চাকমা প্রমুখ।২০১৭ সালে নভেম্বরের প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা ভারতের পশ্চিমবঙ্গে ১৭টি এবং বহিঃ বিশ্বে অস্ট্রেলিয়া, ইউরোপে, কানাডা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,মধ্যপ্রাচ্যে আটটি সংগঠনের মাধ্যমে “বিশ্বজুড়ে বাংলার সংস্কৃতি”এই স্লোগানকে সামনে রেখে বাংলার সংস্কৃতি সেবা চর্চা বিকাশে ভূমিকা রেখে ইতিমধ্যে পরিচিতি ও সুনাম অর্জন করেছ।এই সংগঠনটির সৃজনশীল সহযোগী অঙ্গপ্রতিষ্ঠান গুলো হল জ্ঞানসজ্ঞী প্রকাশন, মন বাংলা চ্যানেল,আবৃতি মন ও বিবিপি নিউজ ম্যাগ, অনুষ্ঠানে এবার প্রকাশিত নিউজ ম্যাগ সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়।প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাহান বশীর যিনি একাধারে খ্যাতিমান আবৃত্তি শিল্পী, প্রশিক্ষক, চিত্রনির্মাতা, সংগঠক কবি ও লেখক।এই বহুমাত্রিক গুণী মানুষটির অক্লান্ত পরিশ্রমে পরিকল্পনায় প্রচেষ্টায় আজ বিশ্বভরা প্রাণ দেশে ও বিদেশে বাংলা ভাষাভাষি মানুষের কাছে পরিচিত একটি নাম। বিশ্ব ভরা প্রাণ নামটি বিশ্বকবি রবীন্দ্রনাথের বিখ্যাত গানের একটি পংক্তি থেকে চয়ন করা। সংগঠনটি সংস্কৃতি চর্চার ও বিকাশের পাশাপাশি সমাজসেবক মূলক নানা কর্মকান্ডে যুক্ত আছে। সংগঠনটির পৃষ্ঠপোষকতায় আছেন, প্রকৌশলী সংস্কৃতি জন শামসুল হক( অস্ট্রেলিয়া) বাংলাদেশের জাতীয় পর্যায়ের সমাজ উন্নয়ন প্রকৌশলী লেখক গবেষক মোঃ শহিদুজ্জামান। বহিঃবিশ্ব থেকে প্রবাসী যারা উল্লেখযোগ্য এই সংগঠনের নেতৃত্বে আছেন কবি ও গদ্য লেখক শিল্পী সিনথিয়া রহমান (অস্ট্রেলিয়া) সংগীত শিল্পী বিধুরাধর (ভারত) ঝুনু সাহা (যুক্তরাষ্ট্র) সংগীতশিল্পী গর্গী মাইতি ওমান মধ্যপ্রাচ্যে।আলোচনা ও নারী সম্মাননা প্রদান শেষে ছিল মনোজ্ঞ সংস্কৃতিক
পরিবেশনা।বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জাহান বশীর ও পশ্চিম বঙ্গ ভারতের ভারত কমিটির সভাপতি বিধুরা ধরের যৌথ পরিকল্পনা,ব্যবস্থাপনা, পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।