
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
“স্বাস্থ্যই সকল সুখের মূল” কথাটি মনে-প্রাণে ধারণ করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আসবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি সিরাজুল ইসলাম চানমিয়াকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
গত ৬ মার্চ (বুধবার) বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের প্যাডে চলতি বছরের গত মাসের ২৩ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আলোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক ২২ সদস্যবিশিষ্ট এ আহবায়ক কমিটিতে সিরাজুল ইসলাম চানমিয়া ৭ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য সিরাজুল ইসলাম চানমিয়া স্বাস্থ্য সেবার পাশাপাশি খেলাধুুলায়ও ভালো অবদান রাখায় সম্প্রতি গোয়ালন্দ উপজেলায় নবগঠিত গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এসম্পর্কে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটির নবনির্বাচিত সদস্য সিরাজুল ইসলাম চানমিয়া জানান, সংগঠনটি সারা দেশব্যাপী স্বাস্থ্যসেবা কর্মীদের অধিকার আদায়ে কাজ করছে। এমন একটি সংগঠনে আমাকে সদস্য নির্বাচিত করায় সংগনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।