
নিজস্ব প্রতিবেদক :
পাংশা থানা পুলিশের অভিযানে ১৪২ পিচ ইয়াবাসহ দুই জন গ্রেফতার হয়েছে। এছাড়া পৃথক দুটি অভিযানে মোট সাতজনকে গ্রেফতার করা হয়।
পাংশা থানা সূত্র জানায়, পাংশা উপজেলার চর ঝিকড়ী মধ্যপাড়া থেকে ৮৭ পিচ ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম(৩২) কে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মো. জয়নাল মল্লিক। ঠিকানা চর ঝিকরি (মধ্যপাড়া) থানা পাংশা জেলা রাজবাড়ী।
অপর অভিযানে মাছপাড়া ইউনিয়নের নওপাড়া থেকে ৫৫ পিচ ইয়াবাসহ আলাউদ্দিন মিয়া(৩৩) পিতা মৃত মোশারফ মিয়া গ্রাম নওপাড়া থানা পাংশা জেলা রাজবাড়ীকে গ্রেফতার করা হয়।
সাইফুল ইসলাম(৩২) ও আলাউদ্দিন মিয়া(৩৩)এর বিরুদ্ধে ২টি করে মাদক মামলা আছে।
এছাড়া আরও একটি অভিযানে কল্পনা আক্তার পাট্টা আলপনা খাতুন নারায়নপুর, আছমা খাতুন গ্রাম নাদুরিয়া, তসলিম বহলাডাঙ্গা, জিল্লুর রহমান বাহালাডাঙ্গা, রেবেকা খাতুন ভাতশালা, আমিরুল ইসলাম(৪২) ঝিনাইদহ কে গ্রেফতার করা হয়। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।