
মোঃ লালন শেখ,কালুখালী,(রাজবাড়ী) প্রতিনিধি :
কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেরা কৃতিত্ব অর্জন করে সকলকে অবাক করে দিয়েছেন আবরার আহসান সোয়াদ। কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষায় সে সুপার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
আবরার আহসান সোয়াদ কালুখালীর প্রপার কিন্ডার গার্টেন এর ২য় শ্রেনীর ছাত্র। সোয়াদ এর বাবা মনিবুর রহমান কালুখালী মডেল সরকারী প্রা: বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা জেসমিন নাহার রাইপুর হাই স্কুলের সহকারী শিক্ষক।
গতকাল কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো সোয়াদের হাতে সেরা কৃতিত্বের পুরস্কার তুলে দেন। এসময় প্রপার কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মকবুল হোসেন, সোয়াদ এর বাবা মনিবুর রহমান, জেসমিন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন ।