রাজবাড়ী ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একুশের কবিতা-রক্তে রঞ্জিত কালি

  • রাজবাড়ী সময় ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৫০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৯৭ বার পড়া হয়েছে

কবি-সাহিদা সুলতানা রীমা 

একুশ অমর ভাইদের রক্তে 
রঞ্জিত,দেহের ত্যাগের কালি।
লেখা আছে -ইতিহাসের গভীরে
বাংলায়!
বর্ণ হয়ে,
শব্দ হয়ে
ভাষা হয়ে,
তাই স্বাধীনভাবে কথা বলি।
একুশ আমার বর্ণমালার ডালা
শব্দ দিয়ে, বাক্য দিয়ে
জড়িয়ে রেখেছে প্রাণের সাথে!
মনের সাথে ভাবের সাথে!
একুশ আমার ভাই হারানোর জ্বালা
যার রক্ত ফোটায়- বেঁচে থাকে
বাক স্বাধীনতার মালা!
একুশ আমার কাব্য কথা আজও রয়েছে কবি,লেখকের রন্ধ্রে রন্ধ্রে মিশে!
প্রতিবাদ হয়ে, গল্প হয়ে, কবিতা হয়ে রাজপথে আর ময়দানে সোচ্চার হয়ে জ্বলে।
একুশ আমার প্রেমের ছোট্ট শীতলপাটি
যা বাটিতে বিছিয়ে পাঠ করি প্রিয় কবিতা খানি।
একুশ আমার প্রিয় ভাইদের
রক্তে রঞ্জিত কলমের কালি!
তাইতো বাংলা ভাষায় লিখি
বাংলা আমার বুলি।

About Author Information

একুশের কবিতা-রক্তে রঞ্জিত কালি

প্রকাশিত : ০৯:৫০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

কবি-সাহিদা সুলতানা রীমা 

একুশ অমর ভাইদের রক্তে 
রঞ্জিত,দেহের ত্যাগের কালি।
লেখা আছে -ইতিহাসের গভীরে
বাংলায়!
বর্ণ হয়ে,
শব্দ হয়ে
ভাষা হয়ে,
তাই স্বাধীনভাবে কথা বলি।
একুশ আমার বর্ণমালার ডালা
শব্দ দিয়ে, বাক্য দিয়ে
জড়িয়ে রেখেছে প্রাণের সাথে!
মনের সাথে ভাবের সাথে!
একুশ আমার ভাই হারানোর জ্বালা
যার রক্ত ফোটায়- বেঁচে থাকে
বাক স্বাধীনতার মালা!
একুশ আমার কাব্য কথা আজও রয়েছে কবি,লেখকের রন্ধ্রে রন্ধ্রে মিশে!
প্রতিবাদ হয়ে, গল্প হয়ে, কবিতা হয়ে রাজপথে আর ময়দানে সোচ্চার হয়ে জ্বলে।
একুশ আমার প্রেমের ছোট্ট শীতলপাটি
যা বাটিতে বিছিয়ে পাঠ করি প্রিয় কবিতা খানি।
একুশ আমার প্রিয় ভাইদের
রক্তে রঞ্জিত কলমের কালি!
তাইতো বাংলা ভাষায় লিখি
বাংলা আমার বুলি।