
স্টাফ রিপোর্টার। আজ ২১ ফেব্রুয়ারি রামকান্তপুর রাজবাড়ীর “রাবেয়া কাদের ফাউন্ডেশন ও রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার এর মহান একুশের তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন।এদিনের কর্মসূচি :একুশের প্রথম প্রহরে রাজবাড়ী কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৭. ৩০ টায় রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারে রাবেয়া তাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় বিকাল ৪টায় পাঠাগারের শিক্ষার্থী এবং রাজবাড়ীর বিশিষ্ট শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৬টায় তৌকির আহমেদের ‘ফাগুন হাওয়ায়’চলচ্চিত্র প্রদর্শন করা হয়।প্রদর্শনীর কারিগরি পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী শ্রাবণী চক্রবর্তী দীপু। এ সময় অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী গোলাম আলী বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, বিশ্বভরা প্রাণের সভাপতি মোঃ আতাউর রহমান,টিম রাজবাড়ির সাধারণ সম্পাদক আহসান হাবিব, আরডি রাজবাড়ীর সাধারণ সম্পাদক মোঃ ফারুক উদ্দিন, প্রভাষক সুমন,কবি আলাউল হক খোকন, কবি ইউসুফ বাশার আকাশ, সাংবাদিক রবিউল রবি। ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ মুক্তার হোসেন মোল্লা,আব্দুর রাজ্জাক বেগ,ও সোহান মোল্লা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী শাহনাজ বেগম, রাবেয়া কাদের ফাউন্ডেশন এর শিক্ষার্থী হালিমা খাতুন,রুবাইয়া জেরিন, মাহিয়া, আফরিনরোজা, সাদিয়াতুল ও জান্নাত। সঙ্গীত পরিবেশনা করেন,বিশিষ্ট সংগীত শিল্পী শাহিনুর বেগম পপি, রাবেয়া কাদের ফাউন্ডেশনের সংগীত প্রশিক্ষক আব্দুল জব্বার বীর মুক্তিযোদ্ধা মোঃ সোবাহান মাস্টার ফাউন্ডেশনের শিক্ষার্থীরা সমবেত কন্ঠে সঙ্গীতে অংশনেয়,প্রীতি,সজীব, লামিয়া,হালিমা,রুবাইয়া,রাজবীর,স্মরণ,ফাতেমা,অথৈসুদীপ্ত,শ্রেয়া, ডলিয়া ,আফিয়া, ইকরা,সাদিয়া নূর,মাধূর্য,ও কুশল, উপস্থাপনায় ছিল শ্রেয়া গুহ। আগামী ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি রাজবাড়ীর আজাদী ময়দানে একুশের বই মেলায় ফাউন্ডেশনের অংশ গ্রহণ।