রাজবাড়ী ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে চোরাই গরু ভর্তি পিকআপ আটক

দেওয়ান আলিফ, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদিজয়পুর ক্লাব এলাকায় রবিবার ভোরে (১৮ ফেব্রæয়ারী) চোরাই গরু ভর্তি ট্রাক দূর্ঘটনার পর এলাকাবাসী আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। এলাকার বাবলু জানান, ঢাকা মেট্টো-ন-১৩-৩৫৪৩ গরু ভর্তি পিকআপ ভোর ৫ টার দিকে রাস্তার পাশে বাঁশ ঝাড়ের ধাক্কা খায়। গরুর চিৎকারে রাস্তার পাশের বাড়ীর লোকজন ডাক চিৎকার করিলে চোর ও ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাকের সামনে একটি মাইক্রোবাসে ৭/৮ জন ডাকাত উক্ত ট্রাকটির সামনে দিয়ে যাচ্ছিল। ট্রাকে ১টি মৃত গাভী হাত-পা বাধা অবস্থায় পাওয়া যায়। ট্রাকের মধ্যে ছোট ১টি ও ১ বছর বয়সী একটি গরু রয়েছে। ট্রাকের গায়ে মায়ের দোয়া এন্টার প্রাইজ প্রোঃ মোঃ শফিকুল ইসলাম আকাশ লেখা রয়েছে। জানা যায়, পাশ^বর্তী নিমতলা গ্রামের জনৈক কসাইয়ের বাড়ীতে ভোর রাত ৪ টার দিকে অপর একটি পিআপ ট্রাকে করে ২টি গরু আনা হয়। ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে সংবাদ পেয়ে কসাইসহ ২জনকে আটক করে ছেড়ে দেয়। ডিবি পুলিশের আগমন টেরপেয়ে অপর গরু ভর্তি পিকআপ ট্রাকটি নিমতলা দিয়ে কোলারহাট সড়কে দ্রæত পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে। সংবাদ পেয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আই,সি মোঃ সেলিম (এসআই) ট্রাকে চোরের ১টি মোবাইল সেট, গরুর ঘরের তালা কাটার ধারালো অস্ত্র ও চোরাই গরু ভর্তি ট্রাকটি রাজবাড়ী থানায় নিয়ে যায়। ধুলদিজয়পুর গ্রামের হোটেল ব্যবসায়ী মোজাই মোল্লা জানান, গত ২০ ডিসেম্বর তার বাড়ীর গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গে গর্ভবতী গাভী চুরি হয়ে যায়। দুরদুরান্ত থেকে অনেক কৃষক গরু চোরের ট্রাক আটকের সংবাদ পেয়ে তাদের গরুর অনুসন্ধান করে। উল্লেখ্য- নিমতলা কসাইপাড়া এলাকায় আন্তজেলা গরু চোরের বাড়ী। সংঘবদ্ধ চোরেরা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে দাগি কসাইদের নিকট বিক্রি করে। গভীর রাতে উক্ত চোরাই গরু জবাই করে গোয়ালন্দ মোড়ে মাংসের দোকানে বিক্রি হচ্ছে। কসাই মাঝে মঝে জেলে গেলেও আইনের ফাঁকদিয়ে জামিনে মুক্তি পেয়ে পুনরায় চোরাই গরুর মাংসের ব্যবসা করছে।

Tag :

রাজবাড়ীতে চোরাই গরু ভর্তি পিকআপ আটক

প্রকাশিত : ১১:১৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

দেওয়ান আলিফ, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদিজয়পুর ক্লাব এলাকায় রবিবার ভোরে (১৮ ফেব্রæয়ারী) চোরাই গরু ভর্তি ট্রাক দূর্ঘটনার পর এলাকাবাসী আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। এলাকার বাবলু জানান, ঢাকা মেট্টো-ন-১৩-৩৫৪৩ গরু ভর্তি পিকআপ ভোর ৫ টার দিকে রাস্তার পাশে বাঁশ ঝাড়ের ধাক্কা খায়। গরুর চিৎকারে রাস্তার পাশের বাড়ীর লোকজন ডাক চিৎকার করিলে চোর ও ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাকের সামনে একটি মাইক্রোবাসে ৭/৮ জন ডাকাত উক্ত ট্রাকটির সামনে দিয়ে যাচ্ছিল। ট্রাকে ১টি মৃত গাভী হাত-পা বাধা অবস্থায় পাওয়া যায়। ট্রাকের মধ্যে ছোট ১টি ও ১ বছর বয়সী একটি গরু রয়েছে। ট্রাকের গায়ে মায়ের দোয়া এন্টার প্রাইজ প্রোঃ মোঃ শফিকুল ইসলাম আকাশ লেখা রয়েছে। জানা যায়, পাশ^বর্তী নিমতলা গ্রামের জনৈক কসাইয়ের বাড়ীতে ভোর রাত ৪ টার দিকে অপর একটি পিআপ ট্রাকে করে ২টি গরু আনা হয়। ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে সংবাদ পেয়ে কসাইসহ ২জনকে আটক করে ছেড়ে দেয়। ডিবি পুলিশের আগমন টেরপেয়ে অপর গরু ভর্তি পিকআপ ট্রাকটি নিমতলা দিয়ে কোলারহাট সড়কে দ্রæত পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে। সংবাদ পেয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আই,সি মোঃ সেলিম (এসআই) ট্রাকে চোরের ১টি মোবাইল সেট, গরুর ঘরের তালা কাটার ধারালো অস্ত্র ও চোরাই গরু ভর্তি ট্রাকটি রাজবাড়ী থানায় নিয়ে যায়। ধুলদিজয়পুর গ্রামের হোটেল ব্যবসায়ী মোজাই মোল্লা জানান, গত ২০ ডিসেম্বর তার বাড়ীর গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গে গর্ভবতী গাভী চুরি হয়ে যায়। দুরদুরান্ত থেকে অনেক কৃষক গরু চোরের ট্রাক আটকের সংবাদ পেয়ে তাদের গরুর অনুসন্ধান করে। উল্লেখ্য- নিমতলা কসাইপাড়া এলাকায় আন্তজেলা গরু চোরের বাড়ী। সংঘবদ্ধ চোরেরা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে দাগি কসাইদের নিকট বিক্রি করে। গভীর রাতে উক্ত চোরাই গরু জবাই করে গোয়ালন্দ মোড়ে মাংসের দোকানে বিক্রি হচ্ছে। কসাই মাঝে মঝে জেলে গেলেও আইনের ফাঁকদিয়ে জামিনে মুক্তি পেয়ে পুনরায় চোরাই গরুর মাংসের ব্যবসা করছে।