
মোঃ ইমদাদুল হক রানাঃ
রাজবাড়ীর পাংশায় রোজিনা আক্তার ওরফে আরজিনা (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে গৃহবধূর বসতঘরের পাশের একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত রোজিনা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন হোসেনের স্ত্রী।
পাংশা থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, উপজেলার পাট্টা গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে গৃহবধূ রোজিনার মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয় গ্রাম পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার ক্লু উদ্ধারে পুলিশ কাজ করছে।