
রাজু আহমেদ, রাজবাড়ী
৩১ জানুয়ারি ২৪ বুধবার বিকাল ৩-৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত নাহিদ আহমেদ সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নেতৃত্বে রাজবাড়ী সদরের নতুন বাজার মুরগির ফার্ম, কানাডা বাজার, চন্দনী বাজার ও বারাইজুরী বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ অভিযানে সরকারী আইন ও বিধি বিধান মেনে চলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয় । নাহিদ আহমেদ মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন২০১৩ এর ৪(১) ধারা লংঘনে অপরাধ স্বীকার করায় ১২ ধারায় জাকির স্টোর মালিক কে ৫০০/= টাকা, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(১)ধারা লঙ্ঘনে জাকির স্টোর মালিক কে ১০০০/= টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘনে খলিলুর রহমানকে ৩০০০/=টাকা, সেলিম সরদার কে ৩৮ ধারা লঙ্ঘনে ১০০০/=টাকা, এবং খালেক কে ৫১ তারা লঙ্ঘনে ২০০০/=টাকা ৭,সর্বমোট ৭,৫০০/= টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং সতর্ক করেন।
এ সময় উপস্থিত থেকে প্রসিকিউটর মোঃআসাদুজ্জামান অভি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজবাড়ী এবং সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সিভিল সার্জন অফিস,রাজবাড়ী সহ শৃঙ্খলায় রাজবাড়ী পুলিশ লাইনের পুলিশের একটি টিম।পেসকার জনাব মোঃআবু হাসান ডিসি অফিস,রাজবাড়ী।
জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।