
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ভূর্তুকি মূল্যে বিক্রি টিসিবির মালামাল বিক্রয় কেন্দ্র গুলোকে মনিটরিং করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ।
রবিবার (২৮ জানুয়ারি) উপজেলার উজানচর ও ছোটভাকলা এই দুইটি ইউনিয়নের টিবিবি’র কার্ডধারী ৬ হাজার ৪৩৬ জন উপকার ভোগীর মাঝে এই পন্য বিক্রির সময় তিনি তদারকি করেন।
এসময় প্রত্যেক সুবিধাভোগী ৪৭০ টাকা মুল্যে, ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি তেল দেওয়া হয়। ডিলারগণ যাতে উপকার ভোগীদের ওজনে কম না দেয় এবং কার্ডধারী ব্যক্তির বাহিরে কাউকে এই সুবিধা দিতে না পারে সেইজন্যেই গোয়ালন্দ উপজেলার প্রশাসন পক্ষ থেকে কড়া নজরদারী করা হয়।
গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র মুঠোফোনে জানান, টিসিবির পন্য যাতে এর সুবিধাভোগীরা সঠিক ভাবে পায় সেজন্যই মুলত এগুলো নজরদারিতে নিয়ে আসা। তাছাড়া কিছু অভিযোগ ছিল ডিলার’রা উপকারভোগীদের সুবিধা না দিয়ে,ব্যক্তি সার্থ হাসিল করার চড়া মুল্য বাহিরে বিক্রি করে। সেই অপচেষ্টা রোধ করার জন্য গোয়ালন্দ উপজেলার প্রশাসনের এই চেষ্টা।