
নিজস্ব প্রতিবেদক :
বুধবার (২৪ জানুয়ারী ) বিকাল ০৩.০০ ঘটিকার সময় রাজবাড়ী সদর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক রাজবাড়ী এর পক্ষ থেকে দুস্থ শীতার্ত নারীদের মাঝে ১০০০ এক হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
জনাব হালিমা আখতার শিরীন, সভানেত্রী, জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক, রাজবাড়ীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদ মহোদয়।
এ সময় পুনাক সভানেত্রী বলেন পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়। তারই ধারাবাহিকতায় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) তাদের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
পুনাক সভানেত্রী আরোবলেন ব্যক্তিগত উদ্যোগে হয়তো বড় কিছু করা সম্ভব নয় কিন্তু সাংগঠনিকভাবে কিছু করার চেষ্টা করছে রাজবাড়ী জেলা পুলিশ পুনাক। শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করছি। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সব সময় দাঁড়াতে চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রোজাউল করিম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জনাব সুমন কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), ডাঃ সিরাজুম মুনিরা প্রত্যাশা, মেডিকেল অফিসার, ডিআইও-১ ,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজবাড়ীর অন্যান্য সদস্যবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।