
পাংশা প্রতিনিধি :
রাজবাড়ীর পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী এলাকায় শনিবার গলায় কাপর পেঁচিয়ে মরিয়ম আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের সৌদি প্রবাসী আবু তাহের প্রামানিকের মেয়ে। সে মা ও ছোট দুই ভাইয়ের সাথে পাংশা মাগুড়াডাঙ্গী এলাকার ফিরোজ হায়দারের বাসার ষষ্ঠ তলায় ভাড়া থাকতো।
জানা যায়, টিভি দেখার কারণে রাগ করায় ডাইনিং রুমের সিলিং এর সাথে কাপর পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার সাব-ইনেস্পেক্টর মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। পোষ্টমর্টেম রিপোর্ট ছাড়া এই মুহুর্তে আর কিছু বলতে পারছি না।