রাজবাড়ী ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা -সংকীর্ণ আলপথ

  1. কবি-রাবেয়া লিপি

 এই যে তোমাকে আর পেতে চাই না,

অপমান আর গ্লানির ভয়ে, 

একবারও  আর ফিরে  তাকিয়ে দেখিনা পিছে!

তুমি আমাকে ক্ষত বিক্ষত করবে বলে,

তুমি ডাকছো জেনে ও নির্বিকার হেঁটে যাই দূরে, 

পিছনে না তাকাই,ফিরে না আসি।

এই যে তোমার উপেক্ষা, তোমার অবহেলা আমাকে ফিরিয়ে দিয়েছে অজস্রবার।

প্রতিক্ষা আর প্রত্যাখানে তুমি ভরিয়ে দিয়েছো আমার স্মৃতির খাতা।

আমার ফিরে আসা কি অপরাধ? 

এই যে আমি ভালোবাসা দুহাতে সরিয়ে রেখে কেবলই তোমার ঘৃণা কুড়াই,

এটা হয়তো আমার পাওয়ার ছিলো 

আদিগস্ত তোমার ফেলে রেখে পা ফেলে হেঁটে যাই সংকির্ণ আলপথ, 

একবারও জানতে চাওনি, কেনো জানো?

তোমার অপমান,গ্লানি আমাকে এতোটাই দূরে ঠেলে দিয়েছে

যে আমি আর মুখ ফেরাতে পারিনি,

আবার ও তোমার পেয়ে হারানোর ভয়ে।।

About Author Information

কবিতা -সংকীর্ণ আলপথ

প্রকাশিত : ০৯:১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  1. কবি-রাবেয়া লিপি

 এই যে তোমাকে আর পেতে চাই না,

অপমান আর গ্লানির ভয়ে, 

একবারও  আর ফিরে  তাকিয়ে দেখিনা পিছে!

তুমি আমাকে ক্ষত বিক্ষত করবে বলে,

তুমি ডাকছো জেনে ও নির্বিকার হেঁটে যাই দূরে, 

পিছনে না তাকাই,ফিরে না আসি।

এই যে তোমার উপেক্ষা, তোমার অবহেলা আমাকে ফিরিয়ে দিয়েছে অজস্রবার।

প্রতিক্ষা আর প্রত্যাখানে তুমি ভরিয়ে দিয়েছো আমার স্মৃতির খাতা।

আমার ফিরে আসা কি অপরাধ? 

এই যে আমি ভালোবাসা দুহাতে সরিয়ে রেখে কেবলই তোমার ঘৃণা কুড়াই,

এটা হয়তো আমার পাওয়ার ছিলো 

আদিগস্ত তোমার ফেলে রেখে পা ফেলে হেঁটে যাই সংকির্ণ আলপথ, 

একবারও জানতে চাওনি, কেনো জানো?

তোমার অপমান,গ্লানি আমাকে এতোটাই দূরে ঠেলে দিয়েছে

যে আমি আর মুখ ফেরাতে পারিনি,

আবার ও তোমার পেয়ে হারানোর ভয়ে।।