
নিজস্ব প্রতিবেদক
সোমবার সারা দেশে ছিলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব। রাজবাড়ী শহরের বিনোদপুর পৌর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বাদ যায়নি এই আনন্দের অংশীজন হতে। বিনোদপুর পৌর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস চায়না সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। উল্লেখ্য, বীর মুক্তযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের তত্ত্বাবধানে বিদেশী দাতা সংস্থা বিএইচ রিকোপ এর অর্থায়নে লাইট স্কুল প্রকল্পের আওতায় স্কুলটি পরিচালিত হচ্ছে। ফকীর আব্দুল জব্বারের তত্ত্বাবধানে কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস গত বছরের ফেব্রুয়ারী থেকে এই স্কুলটিতে প্রকল্পভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছে। বই উৎসবে স্কুলের অন্যান্য শিক্ষকগণ ছাড়াও স্থানীয় সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।