
সিরাজুল ইসলাম (গোয়ালন্দ প্রতিনিধি)
দেশের বৃহত্তম যৌনপল্লি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌন পল্লীতে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ একজন কে আটক গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
জানা যায়, আজ সোমবার (৭ নভেম্বর) গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে যৌনপল্লির ভিতর তপুর গলির ইমরান মন্ডলের বাড়ির ভাড়াটিয়া মাদক কারবারি রেবেকা (৩০) নামে একজনকে গ্রেফতার করে। সে কালিগন্জ থানার আড়পাড়া গ্রামের মৃত একতের মন্ডলের মেয়ে। তার ভাড়াকৃত ঘরের মধ্যে থেকে ইয়াবা উদ্ধার করে মাদক সহ তাকে গ্রেফতার করে ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন যে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ ধারায় মামলা দায়ের করে আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আজ রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।