
- গতকাল পহেলা জানুয়ারি ২০২৪ মীর মোশারফ হোসেন স্মৃতিসংসদের দশম বর্ষ পদার্পণ অনুষ্ঠান, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেনের স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ জনাব নুরুল হক আলম,সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান,সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম,রাজবাড়ি সম্মিলিত সাংস্কৃতির জোটের সভাপতি বাবু অসীম কুমার পাল, কবি আওয়াল আনোয়ার।অনুষ্ঠানে সংগঠনের সাহিত্য, সাংস্কৃতিক ,কর্মকান্ড,কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা কালে সংগঠনের দায়িত্বশীল ভূমিকার জন্য প্রশংসা করেন। মীর মশাররফ হোসেনের সৃষ্টিকর্ম ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দেওেয়ার উপর গুরুত্বারোপ করা হয়। কালজয়ী লেখক মীর মশাররফ নামে রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে বক্তাগন বক্তব্য প্রদান করেন। আলোচনার ফাঁকে ফাঁকে চলে কবিতা আবৃত্তি। কেক কেটে দিনটি স্মরণীয় করে রাখা হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সভাপতি কমল কে, সরকার, উদিচি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,জেলা কালচারাল অফিসার পার্থপ্রতিম দাস,বিশ্বভার প্রাণের সভাপতি মোঃ আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের লুৎফর রহমান বাবু,শিশু বিকাশের সভাপতি আঞ্জুমান আরা বেগম,রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি ও কবি খোকন মাহমুদ, রাজবাড়ী ফাউন্ডেশনের সেক্রেটারি আহসান হাবীব হাসু,প্রত্যাশা থিয়েটারের সভাপতি গোলাম মোর্তজা সাগর, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলার কবি ও কবিতা গ্রন্থের সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু, দোলনচাঁপা সংগীতাঙ্গনের শ্যামা রানী দে,মামুন খান সংগীত একাডেমির কন্ঠ শিল্পী মামুন খান,আর ডি এ সেক্রেটারি ফারুক আহমেদ,কবি সুজয় কুমার পাল,কবি আলাউল হক বিশ্বাস, কবি বাবলু মওলা, কবি পারভিন হক, কবি স,ম কামাল,কবি সাহেদ মুশতার আবৃত্তিকার সিকান্দার জহির প্রমুখ । অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী পরিষদের সকল সদস্য সহ স্থানীয় গন্যমান্য আমন্ত্রিত সুধী জনেরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম রাজু।