
স্টাফ রিপোর্টার
স্বপ্নের মত গ্রাম, শিক্ষিত সচেতন উপযুক্ত দেশপ্রেম সমৃদ্ধ যোগ্য প্রজন্ম। সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত স্বপ্ন ডাঙ্গা পাঠশালা। যার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা সম্ভাবনময় প্রাণশক্তিতে উজ্জীবিত স্বপ্নজাগানিয়া যুবক রেজা করিম। গতকাল ১৫ ডিসেম্বর ২০২৩ পৌষ স্বপ্নডাঙ্গা পাঠশালার ১ম বর্ষপূর্তি উপলক্ষে পাঠশালা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পৌষ উৎসব ও বার্ষিক সমাবেশ। বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।অনুষ্ঠানে জাতিয় পতাকা ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান পেষ্ঠপোষক জনাব রেজা করিমের মাতা – সায়েমা কাউয়ুম ও সেলিনা বানু। উৎসবমুখর পরিবেশে পাঠশালার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ জনগণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও উপভোগ করে । প্রতিযোগিতার মধ্যে ছিল পাঠশালার শিক্ষার্থীদের মোরগ লড়াই,অংক দৌড়, দৌড়,ভারসাম্য দৌড়,কবিতা আবৃত্তি,
নারী অভিভাবকদের সুই সুতাভরা দৌড়, গ্রামের কিশোরদের হাডুডু খেলা,কৃষক ও শ্রমজীবীদের তৈলাক্ত কলাগাছ বেয়ে উঠা ইত্যাদি।
মেলায় পৌষে গ্রাম বাংলার বিভিন্ন
পিঠা পুলি প্রদর্শনী ও বিক্রয় করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী থিয়েটারের সভাপতি জনাব আসাদুজ্জামান চৌধুরী বাবলা,সংস্কৃতি ব্যক্তিত্ব কৃষ্ণা সরকার বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি জনাব মোঃ আতাউর রহমান, রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি ও কবি খোকন মাহমুদ। সন্ধ্যায় দুইজন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ দাউদ খাঁন
এবং খোন্দকার গোলাম কিবরিয়াকে সংবর্ধনা দেয়া হয়। আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা দিয়ে । অনুষ্ঠান শেষ হয়।