
ষ্টাফ রিপোর্টার
আজ ৫ নভেম্বর সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে কবি হাসান সৈয়দ এর প্রথম প্রকাশনা প্রেম পরাজিত ও মুক্তির গান দুটি কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজক,মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সালাম তাসির। সংগঠনের সেক্রেটারি রাজ্জাক উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানট পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোশার্রফ আলী, প্রাক্তন অধ্যক্ষ ফরিদপুর রাজন্দ্র কলেজ। ডাক্তার পারিজাত কুমার পাল জনাব সৈয়দ সিদ্দিকুর রহমান, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব আজিজা খানম,প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা। মুখ্য আলোচক ছিলেন,প্রফেসর আব্দুল ওবায়েদ মোহাম্মদ বাসেত ঠাকুর, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ রাজবাড়ী সরকারি কলেজ,সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম, রাজেন্দ্র কলেজ ফরিদপুর ।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চের অতিথিদের ফুলের তোরা ও উত্তোরীয় দিয়ে বরন করা হয়। কবি হাসান সৈয়দ একজন খ্যাতিমান মেধাবী বিশেষজ্ঞ চিকিৎসকও বটে। আলোচক গন কবি হাসান সৈয়দের কাব্য গ্রন্থের ভাব দর্শন, কাব্যমান,প্রকাশ শৈলীর প্রশংসা করেন।অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ম,নিজাম বিশ্বভরা প্রাণ, রাজবাড়ীর সভাপতি মোঃ আতাউর রহমান,স্বদেশ নাট্যাঙ্গনের সভাপতি মাসুদুজ্জামান ফিরোজ,কবি খোকন মাহমুদ,কবি নেহাল আহমেদ।কবি হাসান সৈয়দ এর কবিতা আবৃত্তি করেন,কবি সাহেদ মুসতার,কবি ফারহানা মিলি প্রফেসর আহসান হাবিব,কবি তাহমিনা মুন্নি,কবি পারভীন হক,প্রফেসর সুরোজিত চক্রবর্তী ও বাচিক শিল্পী তামান্না বৃষ্টি।পরিশেষে সঙ্গীত কন্ঠ শিল্পী মামুন খানের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
