
ষ্টাফ রিপোর্টার
সুস্থ্য ক্রীড়া সংস্কৃতি,নেশা থেকে নিষ্কৃতি”
এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে
বসন্তপুর ইউনিয়নে উদয়পুর ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ।
গত কাল ৪ নভেম্বর উদয় পুর মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট ফাইনালে অংশগ্রহণ কারি দল দুটি হল, খান এন্টারপ্রাইজ এবং উদয়পুর শান্তি সংঘ। প্রচুর দর্শক সমাগমের উপস্থিতিতে খেলাটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।খান এন্টারপ্রাইজ এক শুণ্য গোলে উদয়পুর শান্তি সংঘকে হারিয়ে বিজয়ী হয়। ম্যাচ সেরা নির্বাচিত হয় দেবু কুমার এবং টুর্নামেন্ট সেরা নির্বচীত শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন জনাব জাকির হোসেন সরদার, চেয়ারম্যান বসন্তপুর ইউনিয়ন। অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন জনাব সেলিম খান বিশিষ্ট ব্যবসায়ী,প্রকৌশলী ঝিনুক মিয়া
স্হানীয় ইউনিয়ন মেম্বার মোঃ জাহিদ, মোঃ সেলিম ও সাধারণত দর্শকবৃন্দ। এ ধরনের খেলা ধুলা চর্চা যুব সমাজকে মাদক থেকে দুরে রেখে সুস্থ্য সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে সবাই মতামত ব্যক্ত করেন।