
স্টাফ রিপোর্টার
আজ ১১ নভেম্বর রোজ শনিবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে রাজবাড়ী জেলার কবি ও কবিতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মীর মোশাররফ হোসেন স্মৃতি পরিষদের সভাপতি ও কবি সালাম তাসির এর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি বেলা দশটায় শুরু হয় । অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক সুবর্ণরানী সাহা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও কবি ড. ফকির আব্দুর রশিদ, রাজবাড়ী সংসদীয় আসন দুই এর সাবেক এমপি জনাব আব্দুল মতিন মিয়া, সিআইডি ঢাকা এর অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার রফিকুল ইসলাম,
প্রাক্তন মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ও কবি রামচন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার রাজবাড়ী জনাব মোঃ ইফতেখারুজ্জামান,সদর উপজেলা চেয়ারম্যান জনাব অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, আনন্দ ফাউন্ডেশন এর সভাপতি ও কবি স,ম,শামসুল আলম। বিশিষ্ট কবি ও লেখক সরদার জাহাঙ্গীর আলম বাবলু সম্পাদিত রাজবাড়ী জেলার কবি ও কবিতা গ্রন্থটিতে জেলার ১৮৫ জন কবির কবিতা নিয়ে প্রকাশিত হয়। অনুষ্ঠানে জেলার কবি ও আমন্ত্রিত সুশীল সমাজের বিশিষ্ট জনেরা ও বিভিন্ন গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু, মঞ্চের অতিথি বৃন্দ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদিচীর রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও সাবেক অধ্যাপক শংকর চন্দ্র সিনহা, রাজবাড়ী একাডেমির সভাপতি ও সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব সৈয়দ সিদ্দিকুর রহমান, কবি আওয়াল আনোয়ার, কবি খোকন মাহমুদ, কবি নেহাল আহমেদ, কবি বাবলু মওলা, কবি আশরাফ বাবু প্রমুখ ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি মীর আব্দুল আউয়াল, সাবেক উদিচী সভাপতি ডাক্তার ও কবি ডাঃ সুনীল কুমার বিশ্বাস ,ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ জনাব আহসানুল হক চৌধুরী, কবি আলাউল হক বিশ্বাস, প্রফেসর আলমগীর হোসেন,বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার সভাপতি কবি কলামিষ্ট মোঃ আতাউর রহমান,কবি মুন্সী আমির আলী , কবি সাহেদ মুশতার, কবি মোঃ ইকবাল হোসেন,কবি ফারহানা মিনি, রিনা পারভীন, কবি তাহমিনা মুন্নি, কবি আরজিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও কবি মোঃ রাজ্জাকুল আলম ও কবি খন্দকার হাফিজুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দেকে সম্মাননা ক্রেস্ট প্রদান কর হয়। যারা সম্মানিত অতিথি বৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন তারা হলেন কবি মোঃ আতাউর রহমান, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক অজয় দাস তালুকদার, কবি ইউসুফ বাসার আকাশ, কবি রশিদ আল কামাল, কবি এবাদত শেখ, কবি সুজয় পাল। অনুষ্ঠানে বক্তাগণ রাজবাড়ী জেলার কবি ও কবিতা গ্রন্থটি প্রকাশের জন্য সম্পাদক সহ সংশ্লিষ্ট সকল সহযোগী ও কবিদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।কবিরা সমাজ দেহের চক্ষু,আলোকিত সমৃদ্ধ সমাজ গঠনের পথ নির্দেশক।এমন মহতী উদ্যোগ কবিদের কবিতা চর্চায় উদ্বুদ্ধ অনুপ্রেরণা যোগবে, এবং সমাজ সচেতনতা ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই আশা প্রকাশ করেন। কাব্য গ্রন্থটি জেলার জন্য একটি মূল্যবান প্রামাণ্য দলিল হিসেবে ইতিহাসের অংশ হয়ে থাকবে বলে বক্তাগন উল্লেখ করেন। ড. ফকির আব্দুর রশীদ রাজবাড়ীতে প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের নামে একটি বিশ্ববিদ্যালয় করার দাবী উত্থাপন করেন তাতে উপস্থিত সবাই করতালির মাধ্যমে সমর্থন জানান।


