
দৌলতদিয়া ইউনিয়নে এই রাস্তার কাজ সম্পন্ন হলে আর কোন মাটি রাস্তার কাজ থাকবে না বললেন, চেয়ারম্যান
রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আজিজ মাতুব্বর পাড়ায় নদীর পার হতে নুরুখার মোড় পর্যন্ত মাটির রাস্তায় মাটি ভরাটের কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।
রবিবার ৫ নভেম্বর দুপুরে রাস্তার মাটি ভরাটের কাজ এর শুভ উদ্বোধন করেন।
এ সময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল জানান, দীর্ঘদিন এই এলাকার মানুষ রাস্তার অভাবে কষ্টে দিন পার করছেন। একটু বৃষ্টি হলেই তাদের কষ্টের সীমা ছিল না। এখন এই এলাকায় (২২০০) মিটার রাস্তার মাটি ভরাট করে উঁচু করে দেয়া হচ্ছে। এখন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বাস্তবচিত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে উন্নয়নের মডেল হিসেবে রূপ ধারণ করেছে তারেই ধারাবিকতায় আমরা একের পর এক উন্নয়ন কাজ করে যাচ্ছি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি জানান, আওয়ামী লীগ সরকার যতদিন আছে ততদিন উন্নয়ন চলমান থাকবে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আপনারা আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করবেন।
পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন গ্রামের শত শত অসহায় মানুষগুলো।
এসময় গ্রামের অসহায় মানুষ গুলো জানান, আমরা রাস্তা পেয়ে খুব আনন্দিত খুব খুশি। তারা আরো বলেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে। আবারো আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে রাখবো।আওয়ামী লীগ সরকার বার বার দরকার।