
কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নে উপকারভোগীদের সাথে এমপি জিল্লুল হাকিমের মতবিনিময় সভা
মো ইমদাদুল হক রানা :
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।
মঙ্গলবার সকাল ১১ টায় বোয়ালিয়া ঈদগাহ মাঠে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল করিম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিল্লুল হাকিম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জিল্লুল হাকিম বলেন এদেশের উন্নয়ন এক মাত্র শেখ হাসিনা সরকার করেছে, বিএনপি শুধু মানুষের জান মালের ক্ষতি করেছে। তাই জনগন আজ তাদের প্রত্যাখান করেছে। বোয়ালিয়া ইউনিয়নের উপকারভোগীদের এমপি জিল্লুল হাকিম বলেন আপনাদের এমন কোন বাড়ী নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোয়া লাগে নাই। প্রত্যেকের বাড়ী বাড়ী বিদ্যুৎ পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার। বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিডাব্লিউ বি কার্ড, ভিজিএফ কার্ড সহ সকল সুযোগ সুবিধা আপনাদের দিয়েছে আওয়ামী লীগ সরকার । বিএনপি ক্ষমতায় এলে সকল কার্ড ও এলাকার উন্নয়ন বন্ধ করে দিবে। কারন ওরা গরিবের ভালো চায় না। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আপনাদের ক্ষমতায় আনতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুন্ডু,কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান নবাব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম খাঁয়ের, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান মোল্লা, সাধারন সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ।