
গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সভাপতি পদে ভোরের পাতা ও মোহনা টেলিভিশনের গোয়ালন্দ প্রতিনিধি মো. আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে একটানা ৫ বার নির্বাচিত হন দৈনিক সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজীব, সহ-সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক যুগান্তর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলোকিত বাংলাদেশ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাস।
দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণায় এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের সহকারি নির্বাচন কমিশনার নির্মল কুমার চক্রবর্তী।
দ্বি-বার্ষিক নির্বাচন সম্পর্কে সহকারি নির্বাচন কমিশনার নির্মল কুমার চক্রবর্তী জানান, গোয়ালন্দ প্রেসক্লাবের নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে শামীম শেখ নির্বাচিত হন।