
কালুখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
কালুখালী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার আরো ২ সহপাঠী আহত হয়েছে। বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চরপাতুরিয়া মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম শিমুল ওরফে ফাহাত(১৪)। সে মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী। শিমুল স্থানীয় জহুরুল ইসলাম জোয়াদ্দার এর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুল, ইমন ও নাইম নামের ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে চরপাতুরিয়া যাচ্ছিল। তারা চরপাতুরিয়া মসজিদের সামনে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলেল সাথে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।