
স্টাফ রিপোর্টার


আজ ১৩ সেপ্টেম্বর রাজবাড়ীতে,
রাজবাড়ী একাডেমির আয়োজনে দিনব্যাপী “বই উৎসব ১৪৩০”অনুষ্ঠিত হয়। ঘরে ঘরে লাইব্রেরী স্লোগানকে সামনে রেখে সকাল ৯ টায় বর্ণাঢ্য ব্যানার এবং প্লাকাড নিয়ে একটি শোভাযাত্রা শিল্পকলা থেকে রেলগেট হয়ে শিল্পকলা এসে শেষ হয়।

সকাল দশটায় এ বই উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজবাড়ী একাডেমির সভাপতি জনাব সৈয়দ সিদ্দিকী রহমান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাবন্ধিক ও গবেষক ড. অধ্যাপক সরকার আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক ড.জাহীদ রেজা-নুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতি ও সমাজসেবক জনাব নাসিম শফি এবং রাজবাড়ী একাডেমীর সেক্রেটারি ডাঃইকবাল হোসেন।অতিথিদের উত্তরীয় পরিয়ে মঞ্চে বরণ করা হয়। উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সাবেক উদিচি সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ্বাস , রাজবাড়ী কঁচি কাঁচার মেলার সভাপতি জনাব নুরুল হক আলম, রাবেয়া কাদের ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম,সাবেক আলিপুর ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি জনাব শওকত হোসেন, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি জনাব মোঃ আতাউর রহমান,রাজবাড়ী একাডেমির পৃষ্ঠপোষক অ্যাড. মোস্তফা কবির, সহ-সভাপতি শিক্ষক আব্দুল হামিদ,সহ সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক উদ্দিন। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন কুইজ,শ্রুতিলেখন,শূন্যস্থান পূরণ ও চিঠি লিখুন প্রতিযোগিতা আয়োজন হয়। বিভিন্ন প্রতিযোগিতার পর্যবেক্ষক ও পরিক্ষক হিসেবে এটিও জনাব সালাম মন্ডল জয়ন্ত কুমার দাস সহ যে সব শিক্ষকগণ ছিলেন তারা হলেন, মোঃ রাজ্জাকুল আলম, মোহাম্মদ আলী জিন্নাহ, তাহামিনা মুন্নি,সালমা নাসরিন, আলমগীর হোসেন, শাহেদ মোস্তার, রিনা পারভিন,আরজিনা খাতুন,জেসমিন আরা,তাহমিনা।এছাড়া শিল্পকলার দোতালায় হলরুমে দুর্লভ বই ম্যাগাজিন পত্রিকার এক প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্ব শুরু হয় বিকেল সাড়ে চারটায়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব আবু কায়সার খান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব জিএম আবুল কালাম আজাদ,বিশিষ্ট সংস্কৃতি ও সমাজসেবক জনাব নাসিম শফি ও সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম। আলোচনা শেষে বিভিন্ন পর্বে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সবাইকে পুরস্কার হিসেবে বই দেয়া হয়। পরিশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত বিশিষ্ট কন্ঠশিল্পী ওয়ারদা আশরাফ, জান্নাতুল ফেরদৌস মিমি হৈমন্তী বিজয়া। আবৃতি পরিবেশন করেন সুমনা শিল্পী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থপ্রতিম দাস ও সুমিত্র শীল চন্দন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববাধনে ছিলেন রাজবাড়ী একাডেমির যুগ্ম সম্পাদক আহসান হাবিব। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিক্ষক অভিভাবক সাংবাদিক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিতিতে হল ছিল পরিপূর্ণ।
