
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে’সাম্প্রদায়িক সম্প্রীতি’ বজায় রাখার দাবীতে স্থানীয় প্রেসক্লাবের সম্মুখে আজ ৩ অক্টোবর সকাল দশটায় এক মানববন্ধন কর্মশূচী অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে রাজবাড়ী মহিলা পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাদের মূল আলোচনার বিষয় ও দাবী ছিল *৭২ সালের সংবিধান কে পুনরুজ্জীবিত করা।
- ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। যুদ্ধাপরাধী দল হিসাবে জামাত-শিবির সহ পাকিস্তান পন্থার ধর্ম ভিত্তিক সব উগ্রবাদী ও সাম্প্রদায়িক রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করা।
*মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল দেশি বিদেশি সাম্রাজ্যেবাদী শক্তি ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা - হিন্দু সম্প্রদায়ের মুল ধর্মীয় উৎসব দূর্গা পূজাকে কেন্দ্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোন ইস্যু তৈরী করার ষড়যন্ত্র মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ ও শতর্ক থাকা। সকল প্রগতিশীল শক্তি সমূহ কে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান হয়।
সভায় বক্তব্য রাখেন, উদিচীর সাবেক সভাপতি ডাক্তার শুনীল কুমার বিশ্বাস, জেলা জাসদের সভাপতি ও অরণি সাংস্কৃতিক সংসদ রাজবাড়ীর প্রতিষ্ঠাতা ও ক্যান্সার সোসাইটি রাজবাড়ী এর সাধারণ সম্পাদক মুনিরুল হক, ওয়ার্কাস পার্টির সভাপতি ও নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু বিজ্ঞান চেতনার প্রতিষ্ঠাতা ও ক্যান্সার সোসাইটির সদস্য মহিতুজ্জামান বেলাল, উদিচীর সভাপতি শংকর চন্দ্র সিনহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসন, মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহার, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, কবি নেহাল আহমেদ সহ আরো অনেকে। ডাক্তার পূর্ণীমা দত্তের সভাপতিত্বে রেখা দাসের সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয়।
এদিন বিকেল পাঁচটায় মরমী কবি রাধাপদ রায়ের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সভায় এই বর্বর হামলা নির্যাতনের তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট নেতা আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা,অরুনি সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা মনিরুল হক,এটিএন সাংবাদিক লিটন চক্রবর্তী, রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি কবি খোকন মাহমুদ ও কবি নেহাল আহমেদ।