
বিএনপির রোড মার্চ উপলক্ষে বালিয়াকান্দি যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আগামি ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোড মার্চ। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এই রোড মার্চ সফল করতে বালিয়াকান্দি যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
১ অক্টোবর (রোববার) বিকেল ৫ টার দিকে বালিয়াকান্দি মনিমুকুর কিন্ডার গার্টেন স্কুল মাঠে বালিয়াকান্দি যুবদলের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বিএনপি দলীয় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবু ও তার অনুসারীরা উপস্হিত ছিলেন।
প্রস্তুতি সভায় বালিয়াকান্দি উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউর আজম চুন্নু, বালিয়াকান্দি উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন, রাজবাড়ী জেলা কৃষকদলের সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির মোহাম্মদ মহসিন খানসহ জেলার বিভিন্ন উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভা সঞ্চালনা করেন বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান কামরুল।
সভায় উপস্বিহিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কয়েক শত নেতাকর্মী।