
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৪ মামলার দীর্ঘদিন পলাতক সাজাপ্রাপ্ত আসামি মোঃ আশিক মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে।
গতকাল বুধবার (২নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারক মোঃ আশিক মোল্লা পৌর চার নম্বর ওয়ার্ডের বিজয় বাবুর পাড়ার মৃত কেসমত মোল্লার ছেলে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদক কারবারি সহ চৌদ্দটি মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক কারবারিসহ চৌদ্দটি মামলা রয়েছে। গতকাল রাতে তাকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।