
বিএনপি’র একদফা দাবী আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দফা দাবী আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সাফল্যের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করে রাজবাড়ী,ফরিদপুর ও ফরিদপুর মহানগর।
সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু।
সভাপতিত্ব করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসমিন আরা হক।
সঞ্চালনায় ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
প্রস্তুতি সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটি, জেলা, পৌরসভা ও উপজেলার নেতৃবৃন্দ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।