
প্রাথমিক শিক্ষা পদক,
২০২৩ সালের রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ হয়েছেন যারা।
ষ্টাফ রিপোর্টার
শিক্ষার আলো পৃথিবীর শ্রেষ্ঠ আলো।
শ্রেষ্ঠ জেলা প্রশাসক, আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ী।
শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,এ্যাড. ইমদামুল হক বিশ্বাস। তিনি ইতিপূর্বে শিক্ষা বিভাগে জেলা পর্যায়ে পাঁচ বার শ্রেষ্ঠ ও পরিবার-পরিকল্পনা বিভাগে- বিভাগীয় পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ হয়েছেন।সকলের দোয়া কামনা করেছেন যেন জাতীয় পর্যায়ে এই সম্মান অক্ষুন্ন রাখতে পারেন।
কেকেএস’র নির্বাহী পরিচালক ও সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজবাড়ী, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার “প্রাথমিক শিক্ষা পদক ২০২৩” কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজবাড়ি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি (এসএমসি) নির্বাচিত হওয়ায় নির্বাচক মন্ডলীকে ধন্যবাদ জানান। সেই সাথে মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এখানে উল্লেখ্য যে তিনি “প্রাথমিক শিক্ষা পদক ২০২২” জাতীয় পর্যায় বাংলাদেশের দ্বিতীয় শ্রেষ্ঠ এসএমসি নির্বাচন হয়েছিলেন।
রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন শ্রেষ্ঠ কাব টিচার – আরজিনা হাকিম গঙ্গাপ্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং রাজবাড়ী,
শ্রেষ্ঠ টিএনও জাকির হোসেন -গোয়ালন্দ থানা।
রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন সূর্য নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রিনা পারভীন। বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জনাব শাহীন আল মাসুদ আকাশ।
শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার
নির্বাচিত হয়েছেন সুপ্রিয়া রানী বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কালুখালী, রাজবাড়ী।
শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা শিক্ষা অফিসার, রাজবাড়ী।
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, বিপ্লব কুমার পাল, প্রধান শিক্ষক, কুরশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দী,রাজবাড়ী।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, মণ্ঞ্জুয়ারা খাতুন, প্রধান শিক্ষক, তেনাপঁচা,সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়,রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি,রাজবাড়ী।
শ্রেষ্ঠ কর্মচারি, মোঃ শফিকুল ইসলাম, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক,উপজেলা শিক্ষা অফিস, গোয়ালন্দ, রাজবাড়ী।
শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর, আহম্মেদ আলী মিঞা, ইন্সট্রাক্টর ইউআরসি,রাজবাড়ী সদর,রাজবাড়ী।
শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর, মশিউর রহমান, পিটিআই, সদর রাজবাড়ী।
শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট, মোঃ শাজাহান কবির, পিটিআই, সদর রাজবাড়ী।
শ্রেষ্ঠ পিটিআই, রাজবাড়ী সদর পিটিআই।
রাজবাড়ী জেলা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি , সকল শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ধন্যবাদ জানান
নির্বাচক মন্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করে। মহান সৃষ্টি কর্তার নিকট কৃতজ্ঞতা স্বীকার করেন।
আগামীর পথচলা যেন নিরঙ্কুশ ও নিষ্কন্টক হয় এজন্য সকলের নিকট দোয়া/আশির্বাদ প্রার্থী সকলে।