
ষ্টাফ রিপোর্টার
কার্যকরী কমিটির প্রায় সকল সদস্যদের সরব উপস্থিতি ও স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্যেমে ছোট্ট ঘরোয়া পরিবেশে আজ সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে পালিত হল ফাউন্ডেশন এর ১ম জন্মদিন।
বিগত ১ বছরে আমাদের কার্যক্রম সমূহ ➡️
১। দাদশীর শুকুর মোল্লার দোকান তৈরী ও মালামাল প্রদান ।
২। গোয়ালন্দের কুশাহাটার চরে যৌথভাবে স্কুল ঘর নির্মাণ ও শিক্ষা সামগ্রী বিতরণ।
৩। বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের ওবাইদুল্লাকে হুইল চেয়ার প্রদান।
৪। কুশাহাটার চরে ১৬০টি পরিবারের জন্য শীতবস্ত্র বিতরণ।
৫। কুশাহাটা চরের স্কুলের বাচ্চাদের একই কালারের স্কুল ড্রেস উপহার।
৬। দৌলতদিয়ার ১টি এতিম খানায় শীতবস্ত্র বিতরণ।
৭। রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত ৫৬ পরিবারের মধ্যে ১ মাসের খাদ্যসামগ্রী বিতরণ।
৮। কালুখালী’র বি-কয়া এলাকায় আগুনে পুরে যাওয়া ১২টি পরিবারের মধ্যে ১ মাসের খাদ্যসামগ্রী বিতরণ।
৯। বাগেরহাট খুলনায় প্রতিবন্ধী মেধাবী সুমাইয়ার জন্য ১ টি হুইলচেয়ার উপহার।
১০। পাঁচুরিয়ায় আগুনে পুরে যাওয়া ১ টি পরিবারকে বসতিঘর বাবদ ১ বাদ টিন প্রদান।
১১। লোকোসেড এলাকায় প্রতিবন্ধী অর্জুন কে ১টি হুইল চেয়ার প্রদান।
১২। কালুখালী’র আখরজানি এলাকার প্রতিবন্ধী ইমরান কে ১টি হুইল চেয়ার প্রদান।
১৩। লোকোসেড এলাকার প্রতিবন্ধী রাকিব কে দোকানের মালামাল ক্রয় ও ১টি হুইল চেয়ার প্রদান করে কর্মসংস্থানে ফিরিয়ে আনা।
১৪। দৌলতদিয়ার ১টি এতিমখানায় স্কুল ইউনিফর্ম প্রদান।
উক্ত সকল কার্যক্রমে যারা আর্থিক সহায়তা করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
ধন্যবাদ জানাই কমিটির সকল সদস্য, উপদেষ্টামন্ডলী ও বিভিন্ন সময়ে পরামর্শদাতাদের।
আগামী সকল কার্যক্রমে এভাবেই আপনারা পাশে থেকে টিম রাজবাড়ীকে এগিয়ে নিয়ে যাবেন, আজকের দিনে এই প্রত্যাশা করছি। সকলে আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।
সেবা, সহযোগিতা, সম্প্রীতি
আমরা টিম রাজবাড়ী।💪