
মোঃআতাউর রহমান।
যতই তুমি দেখাবে মিথ্যে জুজুর ভয়।
এ শিশু জাগবেই নিশ্চয়।
কত দিন মিথ্যে ইতিহাস
জড়তার কাঁথা চাপা দিয়ে রাখবে আর?
মেঘের কি সাধ্য,সূর্যকে ঢাকবার।
কৃত্রিম অন্ধকার আর কতকাল!
ঠেকাবে সত্যের সোনালী সকাল।
বজ্রকন্ঠের হুংকার!
খুলে দিবে মুক্তির দ্বার ।
খুনি ,ঠকবাজ,ভন্ড,জালিমের স্থান নেই।
মিথ্যে জালেমী জিঞ্জির ছিড়ে
এ শিশু জাগবেই!