
বালিয়াকান্দি সরকারি কলেজে সংবর্ধনা
রিয়াদ হোসেন রুবেল
বালিয়াকান্দি প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারি কলেজের আয়োজনে কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও ২০২৩ সালে উপজেলার বিভিন্ন বিদ্যালয় হতে এস এস সির কৃতি শিক্ষার্থীদের সংবধর্না ক্রেট প্রদান। ১২ দুপুরে কলেজ চত্বরে অধ্যক্ষ মোঃ সহিদুল আলম এর সভাপতিত্বে কলেজ শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, সাবেক কৃতি শিক্ষার্থী সহযোগী অধ্যাপক রনজয় দে, চন্দন দেব রায়, কলেজ শিক্ষার্থী আবির প্রমুখ।