
রাজবাড়ীতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ৩ উপজেলায় কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ জেলার তিন উপজেলায় যুব মহিলা লীগের কমিটি ঘোষনা করা হয়েছে।
বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী সদর উপজেলা, গোয়ালন্দ উপজেলা ও গোয়ালন্দ পৌরসভার কমিটি ঘোষনা করা হয়েছে।
সোমবার বিকেলে রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি ও সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্ট্রির যৌথ স্বাক্ষরিত সংগঠনের নিজস্ব প্যাডে আগামী ৩ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে,
রাজবাড়ী সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ রেহেনা পারভীর ও সাধারণ সম্পাদক মুক্তা সুলতানা ও গোয়ালন্দ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা আক্তার ও সাধারণ সম্পাদক সুলতানা পারভীন রেখা এবং গোয়ালন্দ পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি সালমা আক্তার ও সাধারণ সম্পাদক সুনিতা বিশ্বাস কে মনোনীত করা হয়েছে।
নতুন কমিটি ঘোষণা দেওয়ায়, রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি ও সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্ট্রির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
তবে রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুন নাহার সেন্ট্রি অভিযোগ করে বলেন, এ কমিটিতে তিনি স্বাক্ষর দেননি। তিনি জানান, আমার সই নকল করে এই ভুয়া কমিটি কে বা কারা দিয়েছে তা আমার বোধগম্য নয়। আমার সই নকল করার পেছনে যারা জড়িত আছে সকলের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমি গ্রহণ করবো। এবং এ বিষয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এছাড়াও কমিটি ঘোষণার পরপরই রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক
সৈয়েদা নাজমুন নাহার সেন্টি তার নিজস্ব ফেসবুক পেজে উল্লেখ করেন:
জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ
রাজবাড়ী জেলা শাখা যুব মহিলা লীগ, উপজেলা বা পৌর’র কোনো প্রকার কমিটি অনুমোদন দেয় নাই। কেউ কোনো প্রকার গুজবে বিভ্রান্ত হবেন না। সাংগঠনিক বিধিমালা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটি উপজেলা ও পৌর’র কমিটি আমরা অতি শীঘ্রই করিবার চেষ্টা করবো। আর কেউ যদি কোন প্রকার কমিটি অনুমোদন হয়েছে এমন তথ্য পেয়ে থাকেন তা ভুয়া বলে গণ্য হবে।