
জোকসের হাসী।
ফেরীর উপর অনেক লোকের জটলা হুরোহুরি এর মধ্যে এক মহিলা কান্না করে বলছে আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান,ও নদীতে পরে গেছে। লোকের ভিড়ে হঠাৎ ভিড়ের আগের দিগ থেকে একটি লোক ঝুপ করে নদীতে পরল।ফেরী থেকে কাছি নামিয়ে দেওয়া হলো। দেখা গেল বাচ্চাটা লোকটা পরস্পরকে ধরে আছে কাছি ধরল তারা।তাদেরকে ফেরীর উপর তোলা হলো। উভয়েই হাবুডুবুখেয়ে দুর্বল। সবার প্রশংসা লোকটিকে ঘিরে। আহ্ বড় পরোপকারি মানুষ। সাহসী মানুষ। জীবনের ঝুকি নিয়ে বাচ্চাটাকে বাঁচল।ওনার মত মানুষ হয় না গো।।ধন্য মানুষহে!প্রসংশা ওনাকে করতেই হয়। সবার মুখেই লোকটার প্রশংসা। লোকটা হাপাতে হাপাতে বলল ভাই প্রসংশা কথা পরে শুনব। আগে কন কোন হালায় আমারে ধাক্কা দিয়ে নদীতে ফালাইছে।ঐ বাচ্চা পাইয়া আমি সাহস পাইছি। না হলে আমি আজ মারাই পরতাম। পিছন থেকে ধাক্কান,মিয়ারা সামনে মানসের কথা ভাববেন না!