
রাজবাড়ীতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাজবাড়ী
রাজবাড়ীতে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে রাজবাড়ী যুব মহিলা লীগের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, সাধারণ সম্পাদক সৈয়েদা নাজমুন নাহার সেন্টিসহ নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তা
সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রায় রাজবাড়ী যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, সাধারণ সম্পাদক সৈয়েদা নাজমুন নাহার সেন্টি নেতৃত্ব দেন। শোভযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
সেখানে রাজবাড়ী যুব মহিল লীগের সভাপতি কানিক ফাতেমা চৈতির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।
যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি বলেন, আগামী ২মাসের মধ্যে রাজবাড়ীর ৪২টি ইউনিয়ন ও ৫টি উপজেলার সম্মেলন শেষ করার প্রস্তুতি রয়েছে।
যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।