
স্টাফ রিপোর্টার
রাজবাড়ী সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত ব্যতিক্রমধর্মী “চিঠিদিও” শিরোনামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিঠি নিয়ে স্মৃতিচারণ, চিঠি পাঠ, চিঠি নিয়ে গান, চিঠি নিয়ে কবিতা আবৃতি ছিল অনুষ্ঠানের সুচি । গতকাল ২জুন রাজবাড়ী শিল্পকলা একাডেমিত মিলনায়তনে সন্ধ্যা ৬.৩০মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে একটু দেরিতে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের বিষয়বস্তুচিঠি বিষয়ক রচনা পাঠ করেন RSCA এর সেক্রেটারি নিলয় সাহা নীল,আলোচ্য বিষয়ে চিঠি নিয়ে আলোচনা ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি,প্রফেসর (অবঃ) আলতাফ হোসেন,রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ীর পোস্টমাস্টার মোঃরিয়াজুল হক। চিঠি পাঠে অংশগ্রহণ করেন সাবেক জেলার শিক্ষা অফিসার আজিজাখানম, রাজবাড়ী কিন্ডারগার্ডের অধ্যক্ষ ও কবি নুরুল হক আলম প্রাক্তন প্রধান শিক্ষক সাঈদা খানম,মীর মোশারফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির, বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমান,চিঠি বিষয়ে কবিতা আবৃত্তি পরিবেশন করেন,জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, স্বপ্ন চুড়ার সভাপতি আসিফ মাহমুদ, আবৃত্তি শিল্পী সুমনা শিল্পী, আবৃত্তি শিল্পী সোনোকা স্নিগ্ধা, কবি তাহমিনা মুন্নী,আজরা জেবীন তুলী,অনিতাচক্রবর্তী, ও সাফিন জারন,পরিশেষে চিঠি বিষয়ক গান পরিবেশন করেন শিল্পী আব্দুল জব্বার,জান্নাতুল ফেরদৌস মিমি, শায়লা নাসরিন যুথী, সুমন সিদ্দিকী,হৈমন্ত্রি বিজয়া ও সুমন।তবলায় সহবতে ছিলেন -বিমল রায়,আবহসঙ্গীতে সঞ্জয় ভৌতিক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি খোকন মাহমুদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সভাপতি কমল কে সরকার, ফটো শিল্পী আব্দুল হালিম বিশ্বাস,শিক্ষক সরোয়ার আলম, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, কবি আলাউল হক বিশ্বাস,কবি রশীদ আল কামাল,কন্ঠশিল্পী তাপস কর্মকার, কবি নেহাল আহমেদ,কবি বাবলু মাওলা চিত্র শিল্পী রাফিদ সহ অন্যান্য সংস্কৃতি মনা সুধী মহলের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

