রাজবাড়ী ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে অগ্নিযুগের বিপ্লবী ব্রিটিশ বিরোধী সংগ্রামী,মুক্তিযুদ্ধের সংগঠক,কমরেড আশু ভরদ্বাজের ৩২ তম মৃত্যুবার্ষিকী পালিত রাজবাড়ী বালিয়াকান্দিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ. লীগের ১০ নেতা কারাগারে রাজবাড়ীতে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপিত। বৈশাখী মেলা ( মারিয়া শাইরি) বালিয়াকান্দিতে কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ  রাজবাড়ীতে আ. লীগের ১৯ নেতাকর্মী কারাগারে নবাবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে পেয়াজ চাষ ও চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত রাজবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত।

কালুখালিতে  প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি জামিনে বেরিয়ে  ধর্ষিতাকে  প্রাণ নাশের হুমকি

কালুখালিতে  প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি জামিনে বেরিয়ে  ধর্ষিতাকে  প্রাণ নাশের হুমকি

মোঃ হাফিজুর রহমান 

রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের দক্ষিণ পাড়ার ছলিম শেখের, প্রতিবন্ধী মেয়ে ফিরোজা বেগমকে একই গ্রামের বাসিন্দা মৃত নছের শেখের ছেলে, মোঃ আত্তাপ শেখ (৪৫) ৩১/১/২০২৩/ তারিখ সন্ধ্যা আনুমান ৭ ঘটিকার সময়, ফিরোজা বেগমের বসত বাড়ির পশ্চিমে মিয়া চানের কাঠালের বাগানে ছাগল আনতে গেলে।
আত্তাব শেখ প্রতিবন্ধী ফিরোজাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন, ফিরোজা বেগমের দুটো হাত অচল থাকায় সে জোরাজোরি করতে পারে নাই।
হঠাৎ করে ফিরোজা বেগমের মুখ থেকে আত্তাব শেখের হাত সরে যায়, তখন ফিরোজা বেগম চিৎকার করে ওঠে ফিরোজার চিৎকার শুনে ফিরোজার ভাবি, ১/ হাসিনা পারভীন, জং লুৎফর রহমান, ২/ আহম্মদ মোল্লা, পিতা মৃত মাছেম মোল্লা, ৩/ বিল্লাল মোল্লা, পিতা আহম্মদ মোল্লা, ৪/ আবুল হোসেন, পিতা মৃত মাছেম মোল্লা, ৫/ সাফিয়া বেগম, জং শহিদ মোল্লা ৬/ আকলিমা, জং দুলাল মোল্লা এ সমস্ত লোক আসলে ধর্ষণ কারী আত্তাব দৌড়ে পালিয়ে যায়।
এবিষয়ে কালুখালি থানায় একটি এফআইআর হয়, যাহার নং ৩ তারিখ ৪ ফেব্রুয়ারী ২০২৩ জি আর, নং ১২ অভিযোগ নং ৪০ ধারা নারী ও শিশু দমন আইন ২০০০ এর ৯/১
মামলাটি তদন্ত করিয়া অফিসার ইনচার্জ কালুখালি থানা রাজবাড়ী নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পেরন করেন।
মামলাটি মোকাম রাজবাড়ীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে থাকা অবস্থায়, আসামী আত্তাব সেখ জামিনে আছেন।
তবে আসামী আত্তাব শেখ, (৪৫) ও তার ভাই আক্কাস শেখ, (৪৮) ফারুক শেখ, (৪০) প্রতিবন্ধী ফিরোজা বেগম ও তার পরিবারকে ভয় বিধি ও প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
এবিষয়ে ৭/৬/২০২৩ তারিখে কালুখালি থানায় ফিরোজার ভাই লুৎফর রহমান বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এলাকায় বাসির কাছে শুনে জানাযায় প্রতিবন্ধী ফিরোজার ধর্ষণের ঘটনা সত্য ও হুমকির ঘটনাটি ও সত্য।
এলাকা বাসি অসহায় প্রতিবন্ধী ফিরোজার ধর্ষণের আসামীর বিচারের দাবি করেন।

Tag :

রাজবাড়ীতে অগ্নিযুগের বিপ্লবী ব্রিটিশ বিরোধী সংগ্রামী,মুক্তিযুদ্ধের সংগঠক,কমরেড আশু ভরদ্বাজের ৩২ তম মৃত্যুবার্ষিকী পালিত

কালুখালিতে  প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি জামিনে বেরিয়ে  ধর্ষিতাকে  প্রাণ নাশের হুমকি

প্রকাশিত : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

কালুখালিতে  প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি জামিনে বেরিয়ে  ধর্ষিতাকে  প্রাণ নাশের হুমকি

মোঃ হাফিজুর রহমান 

রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের দক্ষিণ পাড়ার ছলিম শেখের, প্রতিবন্ধী মেয়ে ফিরোজা বেগমকে একই গ্রামের বাসিন্দা মৃত নছের শেখের ছেলে, মোঃ আত্তাপ শেখ (৪৫) ৩১/১/২০২৩/ তারিখ সন্ধ্যা আনুমান ৭ ঘটিকার সময়, ফিরোজা বেগমের বসত বাড়ির পশ্চিমে মিয়া চানের কাঠালের বাগানে ছাগল আনতে গেলে।
আত্তাব শেখ প্রতিবন্ধী ফিরোজাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন, ফিরোজা বেগমের দুটো হাত অচল থাকায় সে জোরাজোরি করতে পারে নাই।
হঠাৎ করে ফিরোজা বেগমের মুখ থেকে আত্তাব শেখের হাত সরে যায়, তখন ফিরোজা বেগম চিৎকার করে ওঠে ফিরোজার চিৎকার শুনে ফিরোজার ভাবি, ১/ হাসিনা পারভীন, জং লুৎফর রহমান, ২/ আহম্মদ মোল্লা, পিতা মৃত মাছেম মোল্লা, ৩/ বিল্লাল মোল্লা, পিতা আহম্মদ মোল্লা, ৪/ আবুল হোসেন, পিতা মৃত মাছেম মোল্লা, ৫/ সাফিয়া বেগম, জং শহিদ মোল্লা ৬/ আকলিমা, জং দুলাল মোল্লা এ সমস্ত লোক আসলে ধর্ষণ কারী আত্তাব দৌড়ে পালিয়ে যায়।
এবিষয়ে কালুখালি থানায় একটি এফআইআর হয়, যাহার নং ৩ তারিখ ৪ ফেব্রুয়ারী ২০২৩ জি আর, নং ১২ অভিযোগ নং ৪০ ধারা নারী ও শিশু দমন আইন ২০০০ এর ৯/১
মামলাটি তদন্ত করিয়া অফিসার ইনচার্জ কালুখালি থানা রাজবাড়ী নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পেরন করেন।
মামলাটি মোকাম রাজবাড়ীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে থাকা অবস্থায়, আসামী আত্তাব সেখ জামিনে আছেন।
তবে আসামী আত্তাব শেখ, (৪৫) ও তার ভাই আক্কাস শেখ, (৪৮) ফারুক শেখ, (৪০) প্রতিবন্ধী ফিরোজা বেগম ও তার পরিবারকে ভয় বিধি ও প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
এবিষয়ে ৭/৬/২০২৩ তারিখে কালুখালি থানায় ফিরোজার ভাই লুৎফর রহমান বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এলাকায় বাসির কাছে শুনে জানাযায় প্রতিবন্ধী ফিরোজার ধর্ষণের ঘটনা সত্য ও হুমকির ঘটনাটি ও সত্য।
এলাকা বাসি অসহায় প্রতিবন্ধী ফিরোজার ধর্ষণের আসামীর বিচারের দাবি করেন।