
গোয়ালন্দে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
সকাল ১১ টায় স্হানীয় শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সির সভাপতিত্ত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান শান্তনু, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী প্রমূখ।
পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।