
স্টাফ রিপোর্টার

রাজবাড়ীতে রাবেয়া কাদের ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হলো রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান।আজ ১৬ জুন সন্ধ্যা সাতটায় রাজবাড়ী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা শীর্ষক এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভারত থেকে আগত আকাশবাণীতে তালিকাভুক্ত বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মধুমিতা ঘোষ, রাজ্য সংগীত একাডেমী আয়োজিত এক অনুষ্ঠানে যার গান শুনে প্রশংসা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় সেই স্বনামধন্য রবীন্দ্র সংগীত শিল্পী শ্রীনন্দা মল্লিক এবং বাংলাদেশের রবীন্দ্র সংগীতের দল গীতমালার সাধারণ সম্পাদক ও পরিচালক ও অনলাইন পেজ বিন্যাসের পরিচালক বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মিযানুর রহমান তাসলিম। তবলায় ছিলেন তাপস কর্মকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, কচি কাঁচার আসর রাজবাড়ীর সভাপতি নুরুল হক আলম, সাবেক জেলার শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, অরণী সংগীত নিকেতনের সভাপতি মুনিরুল হক, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির, সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত দাস,সম্পাদক আহসান হাবিব হাসু, সমকাল সুহৃদ রাজবাড়ীর সভাপতি কমল,কে সরকার,উদিচীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা,জেলা কালচার অফিসার পার্থপ্রতিম দাস,বিশ্বভরা প্রাণ রাজবাড়ীর সভাপতি মোঃআতাউর রহমান, বিশিষ্ট নাট্যজন ওলিউল হাসান মঞ্জু,কবি নেহাল আহমেদ, কবি আলাউল হক বিশ্বাস,কবি ইউসুফ বাসার আকাশ সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি খোকন মাহমুদ। অতিথি শিল্পীদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জান্নাতুল ফেরদৌস মিমি। রাবেয়া কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, সমাজসংস্কারক , স্বপ্ন জাগানিয়াদের একজন নজরুল ইসলাম। নিজের বাবা মায়ের নামে গড়ে তুলেন রাবেয়া কাদের ফাউন্ডেশন ও রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার । আলোকিত নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার এবং রাবেয়া কাদের ফাউন্ডেশনের যাত্রা শুরু । শহরতলী রামকান্তপুর তার নিজ আলয় মোল্লাবাড়িতে প্রতিষ্টানটি অবস্থিত।প্রতিষ্ঠানটি ইতি মধ্যে আলোকিত প্রজন্ম গড়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। এখানে পাঠাগারে প্রচুর গ্রন্থ সংগ্রহ আছে যা সবার জন্য উন্মুক্ত। এখানে শিশু কিশোরদের লেখা পড়ার পাশাপাশি গান, আবৃত্তি, ছবি আঁকা, নৃত্য সহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষা দেওয়া হয়।