
দুরান্ত কুমার
স্টাফ রিপোর্টার
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
আজ শুক্রবার বীর মুক্তিযোদ্ধা মর্জি দেলোয়ারা কলেজে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর ও গোয়ালন্দর এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী,,, উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি,,
আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শওকত হাসান, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা ছাত্র লীগ এর সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম এবং আরো অনেক নেতাকর্মী,,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়া৷ উক্ত সভায় নেতাকর্মীরা আসন্ন নির্বাচন কে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানায় এবং জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার কথা বলে৷ কাজী কেরামত এমপি বলেন এ সরকারের উন্নয়ন অনেক তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে৷ এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেও তাদের সাথে পারবে না বলে তিনি বলেন৷ সেই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় নির্নেবাচনে সবাইকে নৌকার পক্ষে কাজ করার কথা বলে৷ উল্লেখ যে উক্ত সভায় কর্মীরা যার যার মত প্রকাশ করতে পেরেছে৷