
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয়তাবাদী পৌর যুবদলের ৭ টি ওয়ার্ডের আংশিক কমিটি প্রদান করা হয়েছে।
সোমবার (১২ জুন) বিকেলে গোয়ালন্দ উপজেলা পৌর যুবদলের আহবায়ক মো. দেলোয়ার হোসেন ও সদস্য সচিব কামরুজ্জামান কামরুলের যৌথ সাক্ষরে পৌর সভার ৭ টি ওয়ার্ডে আংশিক এ কমিটির অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত কমিটিতে ১ ওয়ার্ডে সভাপতি মো. ঝন্টু সাধারণ সম্পাদক লাবলু মোল্লাকে, ৪ নং ওয়ার্ডে সভাপতি মো. জয়দার আহমেদ সাধারণ সম্পাদক মো. শফি শেখকে, ৫ নং ওয়ার্ডে সভাপতি সুরেশ বিশ্বাস সাধারণ সম্পাদক শাহিন বেপারীকে, ৬ নং ওয়ার্ডে সভাপতি মো. আশিক বিশ্বাস সাধারণ সম্পাদক মো. আনার কলী সরদারকে, ৭ নং ওয়ার্ডে সভাপতি মো. শরিফ শেখ সাধারণ সম্পাদক মো. রবিউল হাসান (জসিম)কে, ৮ নং ওয়ার্ডে সভাপতি মো. মিন্টু মোল্লা সাধারণ সম্পাদক আজিজুল শেখকে, ৯ নং ওয়ার্ডে সভাপতি মো. সুজন শেখ সাধারণ সম্পাদক মো. শাহিনকে নির্বাচিত করে কমিটি অনুমোদন দেয়া হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ পৌর যুবদলের আহবায়ক মো. দেলোয়ার মন্ডল ও সদস্য সচিব কামরুজ্জামান কামরুল জানান, প্রতিটি কমিটিকে আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে তাদের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করতে বলা হয়েছে। আমরা আশা করি দেশে চলমান গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঘোষিত কমিটি আগামীতে গুরুত্ত্বপূর্ন ভূমিকা পালন করতে সক্ষম হবে।