
রিয়াদ হোসেন রুবেল
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ মোবাইলে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
১১ জুন রবিবার রাত ৮ টায়
গ্রেফতারকৃতরা হলো ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের আলাল খানের ছেলে সবুজ হোসেন(১৮) ও ক্ষিতিশ মন্ডলের ছেলে তন্ময় মন্ডল(১৯)।
বালিয়াকান্দি থানার এস আই মোঃ রাজিবুল ইসলাম জানায়, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চরচিলকা গ্রামের আব্দুল ওহাবের ছেলে আলী হোসেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে মোবাইল ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতিসময়ে তার কাছ থেকে সবুজ ও তন্ময় প্ররনার মাধ্যমে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এব্যাপারে আলী হোসেন বাদী হয়ে মামলা করেছে। বালিয়াকান্দি থানার মামলা নং ১৩