
জেলা প্রতিনিধি।।
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. বাদশা পাটোয়ারী (৩২) নামে রাজমিস্ত্রির এক সহকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। বাদশা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মো. সিরাজ পটোয়ারীর ছেলে।রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লা জানান, শুক্রবার সকালে রাজমিস্ত্রির সহকারী বাদশা পাটোয়ারি প্রতিবেশির একটি বাড়ীতে কাজ করতে যান। সে সময় তিনি সিলিং ফ্যানের সংযোগ ঠিক করতে বৈদ্যুতিক তারে হাত দেন। এতে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। গুরুত্বর অসুস্থ অবস্থায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।রাজবাড়ী সদর থানার এসআই মিরাজ জানান, হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।