
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
“মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ-জলবায়ু সহিঞ্চু বাংলাদেশ” “সবাই মিলে করি পণ-বন্ধ হবে প্লাষ্টিক দূষণ” এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত হয়েছে।
সোমবার (৫ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গাছের চারা রোপণ করেন।
আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাইদ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ, উজানচর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রমুখ।